চলুক অবিরাম  , জ্বলুক আশার ধম
তবু ও  মুখে ফুটুক খুশির দমাধুম !!
বাঁধনে যার রয়েছে পিরিতির জ্বালা
ইচ্ছের কাছে ফুটেছে হৃদয়ের মালা ৷
কল্পনার কাছে সধা আর্জিত শুনে কি সে ?
নীরবে গাঁথিয়াছি ফুল দিবানলে দিবো কিসে !!
জেগে আছে আখিঁ পল্লব উদরে জাগে তেজ
জানাবো তারে গিয়ে মধুর নিয়েছি খুঁজ
সে রসে মেতেছি আমি কলঙ্কের করিনা ভয়
যদি ঠোঁটে আসে একই সুর সবে তাপের উদয় ৷
থলনে বাসা কাসা ভেঙ্গে যদি আঘাত পায়
তবে ভাববো নিয়তির খেলা ছলনার দ্বায়
আশার আলোতে পুড়ে যাক বিদ্বেষ কলি
শুধু উড়ুক আমার আকাশে একটা অলি ৷
অলিতে উড়বে স্বাধীন ঘুরবে আমার অধীন
আনাগোনাতে কনচি পাতায় হালবে লৌহন ৷
বলবো আমায় ধরো সাবলীল মনে
যা আসে তা বলো আমায় প্রতিক্ষনে !!
মুগ্ধতা বেশে শুনবো শ্রোত ধারে
নিঙ্গরাবো এ কূল ও কূল দারে
উতালে থাকিবো অন্বষে মুখে
যতনে রাখিয়ে এভাবে কাটুক সুখে
আকাশ খোলা বাতাশ দোলা সংগমে কাটি
অনবের  চলবে ঝুটি  দাড়াবার পাবো খুটি ৷