ইচ্ছে করে ভালোবাসা
লুকিয়ে রেখে লাভ কি বলো ?
এতোই তোমার ছটফটানি মনের আশা
দমিয়ে রেখে লাভ কি বলো ?
তোমার উদর স্থিতিমাপ
রুপান্তরে আমায় ডাকে ,
তখন তোমার ভিন্ন ঝাঁপ
লজ্জাতে সাঁই বহাল রাখে ৷
তখন তোমার মনের ধ্বনি
অবুজ বলে চুপটি করে লাভ কি বলো ?
তোমার চোখে উদারনীতি পরিলক্ষতা
দিবস কালে উন্মচলা দিলে স্মৃতি ,
বিবশ দুলক প্রাণে কাটে বাতুলতা ৷
তখন তুমি এই প্রহরে মুখটি তোমার
আঁচল দিয়ে ঢেঁকে রেখে লাভ কি বলো ?
তোমার যখন এতোই দীর্ঘ অবসর
গোমর কেটে বসে থেকে লাভ কি বলো ?
তোমার জানা ভালো লাগে
আমার মাথার কালো চুল ,
ক্ষুধা লাগে হৃদয় জাগে
কাম মোহনা হৃদয় পুল ৷
তখন তোমার কাম চেতনা
লুকিয়ে রেখে লাভ কি বলো ?
মনের মতন  ইচ্ছা বাসনা
ঘুচিয়ে তুমি বলে ফেলো !  
প্রেম যমুনা সাঁতার কাটা
শিখে ফেলো জাগিয়ে তুলো ৷
আমি তোমার প্রেম ভরিয়া মায়া দিবো
যখন তখন নীরব চলকে ভাবিয়া তুলবো ৷