চোখ বরাবর হৃদয় আমার
          শূন্য পাতায় ঘর ,
আবাস্থলে, গৃহস্থলে , মনস্থলে
      জাগলো ভাটায় চর ৷
আর্জি ঘরে ঢুকলো না সে
    যুগলে দিলো কাটা ,
বয়ে যাওয়া যমুনাতে দুর্বল
   করে ফিরছে এবার ভাটা ৷
সুখের ঘরে ধরলো আগুন
   থাকলো না আর কেউ ,
শুষ্ক  হৃদয়  ভাটায়   ঘিরে
  উঠলো না আর ঢেউ !
দাউ দাউ আগুন উঠলো ফেঁপে
     নিভাবে আর কে ?
আগুন বিষে জ্বলছে হৃদয়
লাভ হবে না ডেকে !
রাজকন্যার  বিয়ের  আসর
  ঝলসা ভরা বাসর
আমার কথা নাই মনে নাই
  সুখ নাই আমার ঘর ৷
ভাসিয়ে দিয়ে দুখের চাবি
খুলবে না আর তালা ,
হঠাৎ করে কুড়িয়ে  পেলো
   আমার বুকের জ্বালা ৷
বিরহ মোরে কাঁদিয়ে যায়
    হৃদয়  শূন্যতায় ,
শূন্য   খাচায়   দেয়াল    জুড়ে
  ভাঙ্গলো আমার খুটির মরয় ৷
আগুন শোকে উদর বুকে
   ফাটলো যেন দুখে ,
নীল খামে আটলো না আর
  দুঃখ হীম জমা রাখে ৷
কাছে আসা ভালোবাসা
হলোনা আর শেষে ,
শূন্য  ঘর  একলা   রয়ে
    দাগ বরাবর মিশে ৷