কোথায় তুমি মাধবী মজুমদার ?
আমার একলা  দিন পাড়ি  দিতে গিয়ে হয়না পার !
এক হাতে  ঈশারায় লুকিয়ে ডেকেছিলা ,
আশকারাতে মশকারাতে মনে গেঁথে দিলা ৷
অস্বাভাবিক চাহনিতে বুজে ছিলাম তুমি আমার ,
  জল্পনা আধার কল্পনায় ধরে ছিলে শরীর ৷
চুম্বন মুখে ভালোবাসার তর্জনে ঘুরে দাড়ালাম ,
যায় কি সেই ভাষা আলাপন কেন মুখ ঘুরালাম ?
নীরব মনে অচল দহনে আশাহত  চোখ ,
আধার কালোতে ঝড়ে যায় চলন্ত  সুখ !
একলা আকাশ একলা মন থম থমে ,
কাজল মাখা তুমি যখন ছিলে ঝম ঝমে ৷
আজ বহু দূর তোমার দিক জানা নাই ,
মাটির  উপড়ে আছি তবু দেখা  না পাই !
ডানে - বামে তাকাই শুধু অভয় খুঁজি
মাধবী কানন দেখা দেও না আজি ৷
একা নিসঙ্গ ভালো লাগে না রাত্রিতে !
দরজা খোলা এসে পড়ো চৌকিতে ৷
অপেক্ষায় আলো নিভানো হলে আচামকা জেগে উঠি ৷
একি নিঃশ্বাস বড় বিশ্বাসে  পাবো বলে হঠাৎ মেতে   উঠি ৷