আমার স্বপ্নের রাজ্যে ভাসে হিমাদ্রির ছবি ,
যত ভাবি যত দেখি ততবার প্রেমে ডুবি ৷
আত্মমগ্ন খেয়ালের আঁকা রঙ্গের দ্বায়
পাড়ি দিতে চায় মন ঐ পাহাড় চূড়ায় ৷
চারদিকের আকাশ বাতাশের আবর্তনে
মৃদু হাওয়া গায়ে বইছে স্নিগ্ধ টানে ৷
চেনা জানা তবু ও মনে হয়
গভীর চলকের  বেগ ,
সারাদিন ক্লান্তির পর  
হিমাদ্রিকে দেখলে ফিরে আসে আবেগ ৷
কোথায় সকাল ? কোথায় বিকাল ?
মধ্যরাতে খুঁঁজে পাই সঙ্গ কাল ৷
তাড়নায় ছবি ভাবনায় ফিরি
আদরে আদরে স্নেহ গড়ি !
বর্তনী লগ আজ ও পায় কানেকশন ,
লভ্যাাংশ অনুবন্ধ ছুটে স্বপ্নের শিহরণ ৷