জাগ্রত জনতা, জাতিতে সৃষ্টি ৷
দৃষ্টিতে যার মনোবল ,
যৌবন তার সহোদর ৷
সৃষ্টিতে বুনে উম্মাত ৷


ওরা কারিগর , তুলে চলে ,
সুদীর্ঘ পথো ,নীড়ে ৷
ঘিরে পানে সংকটে ৷
অবিচল থাকে সত্য পথে ৷


শক্ত হস্তে ধরে হাতিয়ার ৷
সরে, নরে ,ধর ,সর ,
ভীতু পানে চেয়ে ,
লজ্জায় যে মরে ৷


ওরা সচেতন !ওরা জাগ্রত জনতা ৷
পিছু টান নাহি চাই ৷


সমাজের পাল ,তারা ধরে হাল ৷
ওরা জাগ্রত , ওরা নির্বিক ৷
সংকটে দেয়  অভসান ৷


মিত্রের সাথে লয় তরবারি ৷
বন্ধুর সাথে লয় আড়ি ৷
শিক্ষার কাছে ধরে বায়াত ৷
ক্ষিপ্ত ধারার কইবে সূচি !
সুখময় রাজ্য গড়া,
সমাজের ধার পারে ,
ফুটাবে সংস্কার ,
তীব্র নিন্দুকের ঘাড়ে !
চেপে ধরবে তারে ৷
না চাই তারে ,হিংস প্রলয়ে ধরছে  যারে ৷
অত্যাচার , অন্যায় যেখানে ৷
ওরা জাগ্রত জনতা ফেটে চৌচির  ৷
রুখে দাড়ায়  অপশক্তির চাল, চতুরেতে ৷