আমি সমুদ্রকে বললাম ভাগ হয়ে যাও
সমদ্র বললো আমার ভেতর অতল গভীরতা দেখ ৷
আমি সূর্যকে বললাম অন্ধকার হয়ে যাও
সৃর্য বললো আমার জন্য জেগে আছে কোটি কোটি মানুষ ৷
আমি চাঁদ কে বললাম ছড়াবেনা আলো
চাঁদ মিষ্টি হেসে বললো আমার জন্য লক্ষ্য তারা হাসে ৷
অতপর আমি নেমে আসলাম নিজ ভৃমিতে
নেমে বৃক্ষকে বললাম ফল দিবেনা আর কখনো
বৃক্ষ বললো পুষ্টির অভাবে মারা যাবে অসংখ্য প্রাণ ৷
আমি পাহাড়কে বললাম বিলীন হয়ে যাও
পাহাড় বললো উচুনিচু না থাকলে কার থাকবে অবদান ৷
আমি মাটিকে বললাম ধ্বংস করো পৃথিবী
মাটি বললো হে অকল্যাণকর কল্যাণ না করতে পারলে
তুমি বিলীন হয়ে যাও ৷
না হয় ফিরে আসো কল্যাণের ভীরে ৷