যমদূত কিংবা বৈরিতার ভয়
দূর সীমানা থেকে আত্ম করো জয় ৷
বহুপন বহুদাম আনন্দ আতসবাজি,
দুর্গমযাত্রা পথে ঘাটে জীবন বাজি ৷
চারিদিকে থর থরে কাঁপে যার বুক ,
কাপুরুষ ওরে তুরা লেজগুটে ঢুক ৷
সীমানা পরাজয় নিলজ্জ হাকে অপমান
বিধান ছেড়ে যুদ্ধ মহড়া ছাড়ে বেঈমান ৷
সত্যের নিশানা উড়াও না হয় বেগে যাও ,
মিছে লড়াই করে মীর জাফর কেন হও ?
এ দূর্গত তুমি বয়ে আনো জাতি করে ফালা
আহম্ক প্রতারক জাতি করো দূর্বত জ্বালা ৷
অসাহয় মানুষ বুকে বেঁধেছে মুক্ত বিহঙ্গ
মীরজাফর হয়ে কিভাবে করো নীতি ভঙ্গ ?
ঐদিকে চেয়ে দেখ চেয়ে আছে সত্যের ভূমি ,
দেশ প্রেম করে দেখ এ দেশ আপন কত দামি ৷
নষ্টদের ভীরে নষ্ট হয়ে জাতিতে তুমি  হবে কলঙ্ক
মিথ্যেবাদি মিথ্যুক হয়ে জীবন করবে আশঙ্ক ৷