পরাজয় নয় এবার উঠে এসো
দূর পাহাড়ের নিয়ম তাপে উঠো ভেসে ৷
চার দেওয়ালে বন্দি আর থেকোনা
জাগিয়ে তুলো মানিয়ে দেও অখেয়ালি হয়োনা ৷
হরন কর দেনা পাওনা নিজের দেশে
লাভ পাওয়ানা নিজের তরে হিসাব শেষে ৷
জোয়ার ভাটা নিমক তাপে চলে এসো
ভয় করোনা দূর প্রণালি আবেগ মিশো ৷
ধূম তারার জলজ টুকু ঘুরিয়ে দেও
ঝাঁকের দলে নতুন নেতা এবার হও !
সবার মাঝে অটল কাজের হাত বাড়িয়ে
দোহার থেকে আঁচল পাতা নাড়িয়ে ৷
বিনাশ করে অপকর্ম অসৎ চাওয়া
নিরোধ হোক বিরোধ হোক নষ্ট হওয়া ৷
অব্দ তব্দ পেছন রের্কড ভেঙ্গে দেও
ঘণ্টাকে সাঁকের মই কৃতকার্য হও ৷
এমন আশা দশের চাওয়া সবার পাওয়া
মিটিয়ে দেও সকল পাওয়া মুকুট লওয়া ৷
বাঘের মতন গর্জে উঠুক সিংহাসন
প্রতিবাদের মুখরিত অন্যায় হোক অবসান ৷
এমন কাজে তোমার সাজে নেতা হবার উন্মোচন
বিবেক জাগে সবার মাঝে তোমার হোক চেতন ৷