আমার এখন আত্ম সুখের নিত্য ভাগ
যারা আছে তাদের এখন পূর্ণভাগ ৷
যখন ছিলাম একলা দুপুর মেঘলা মন
ফিরিয়ে চাইনি একটি বার কোনদিন ৷
শরণ্য পাতায় একলা চাওয়া ছিন্নমূল
কেউ ডাকেনি এই যে নিমল এখন চল ৷
বাড়ির ফির দুমুঠো খাবার খেঁয়ে আসবি
আমার ঘরে আছে সুখ তুই এখন দুখ মুছবি,,
সবাই ছিলো প্যাচি পেচাঁ শান্ত উপদল
মাঝখানেতে কষ্ট পেলাম নির্মম স্থুল ৷
আমার এখন অট্টসুখের অট্টহাসি
সবাই বলে এখন তোমায় ভালোবাসি "
পাক পেচানো স্বাদের ঝুল আগে চাই
শপিংমলের হলুদ শাড়ীটা আমার চাই ৷
দূর প্রান্তরে নিবে তুমি ,আমি ঘুরতে চাই
হরেক রকম রঙ্গ আছে তা দেখতে চাই ৷
নিয়ম করে ঠকিয়ে যায় রণকৌশল উদ্দীপন
বায়ু কাষ্ঠ নিধন ছেঁকে আমার সুখ সর্মাপণ ৷
চাওয়ার মধ্যে সবাই আছে মিল করে খতিয়ান
পাওয়ার মাধ্যে আমি নাই হক নাই বিরাজমান ৷