হৃদয়ের ব্যাপ্তি বিলাতে যাবো ঘুরতে !
আমার অবাধে চিহ্নটুকু রাখতে ৷
পারাপারের অালিন্দ  আনন্দ সমাগম ,
বিমানে চড়ে  তাকাবো স্বদেশের দৃশ্য শিরোনাম ৷
সংবেদনশীল সংরক্ষণ ভরপুর নদীনালা ,
পথঘাটে মিশে আছে বৈচিত্রের মেলা ৷
বহু দূর ভাবতে ভাবতে বিলাতে দিবো পাড়ি
সারসংকলনে বলবো আমার বাংলাদেশে বাড়ি ,,
সেখানে আছে শাপলা ফুল ,ইলিশের ঝাক
সোনালী পাটে , ভরপুর ধানে , শোনা যায় দোয়েলের ডাক ৷
মিষ্টি কাঁঠাল সৃষ্টি ফলে মুগ্ধ আমার দেশ
সেথায় থাকে মুসলিম ,হিন্দু ,বৌদ্ধ  খ্রিষ্টান নাই কোন বিদ্বেষ ৷
বিদেশি আমার দিকে তাকিয়ে বলবে ওয়াও বাংলাদেশ ৷
ঘুরতে যাবো তোমার দেশে নিবে কি আমায় সাথে লাগবে নরম বেশ ৷
মায়ায় আদরে ভরা কুটিরে জোসনা ভরা নিবো তোমায় বেশ
মিতালি মোহনা ছড়ায় ,পদ্মা সেতু গাড়ি চড়ায়  ঘুরাবো আমার দেশ ৷
মুগ্ধ এন্জেলা তীব্র মুগ্ধ হারা মিলছে পথখানা
এসেছে মোর দেশে পেয়েছে  সে দুরন্তপানা
মুগ্ধ শিশু দেখে খুলেছে এন্জেলায়  বিদ্যালয়
সিগ্ধ টানে  পুক্ত শিক্ষক দিয়ে সে  প্রতিদিন পাঠদান করায় !
ভালোবাসার ধন ভালোবাসে বাংলা নয়নে মিশালো প্রাণ ৷
দক্ষতার সাথে পারিলো বাংলাভাষা এন্জেলা খুশিতে আনচান ৷
এদেশ আমার দেশ কোটি প্রাণের  মায়া
গর্ব করি গর্ব করে বিশ্ববাসী আমাদের নিয়া ৷