কতটুকু আশ্বাস পেলে বলবে ভালোবাসি !
উজান তলীর গাঁয়ে  কেন জানোনা আমি আসি ?
রৌদ্দ ' বৃষ্টিতে করাল দুপুরে খরাতে কেন ভুগি ?
জানোনা ভালোবাসি অামল তোমার ছায়ার লাগি ৷
জানো কি সে কথা ! যতটুকু দৃষ্টি রবে ৷
যতটুকু  সইবে দীপ্তি তোমার গহীন পল্লবে ৷
এক ফাল্গুন -বর্ষা মাসে বিবাদে তনু শৈবালে জল !
টনক নড়ার মাজে অন্জন পাড়ি দিবে দমাকল ৷
তখন আমি উজান চরে ঘাঁটি খুলবো নির্জনে
অংশুজালে ছড়াবে ঘাঁটি জড়াবো তোমার সনে !
সারা রাত সারা দিন উজ্জাবিত  হৃদয় দারা
বেলা যায় বেলা আসে কল্পনায় ধরেনা ফারা !
এসো তুমি ছায়াবীথি আড়ষ্ট কুমারী -
নয়া কুলে নেও ঠাঁই আমি প্রেম পূজারী ৷
আমি নিলয় কুমার পথ চেয়ে আছি
খুঁটি ছাড়া ঘর নাই তোমার ছাড়া কেমনে বাঁচি !
অনন্ত কাল অবিরাম পথ হাঁটবো তোমার আশায় ,
এই টুকু আশ্বাস নিয়ে ভালোবাসবে আমায় ?