বিশ্বে নীরহদলে থাকে হীনবলে ,
সাহসের তুচ্ছে বলেনা কিছু পারেনা যুগলে ৷
আশে পাশে  চলে ধনীদের আনন্দ উল্লাস !
থিমঘেরে অবলোকে দেখে পারতাম এমন উচ্ছ্বাস ৷
খাটুনি খেটে অবুঝ শিশুটি শান্তির লড়াই ,
বাবু সাহেব  অনাদার মুখে চল তুদের কাজে চড়াই !
পাবি তো অল্প দিন তাড়াতাড়ি কাজ শেষ কর
না হয় পাবিনা তোরা আমার কোন ভর !
এ কঠিন বেলায় নিথুর অশ্রু  ভিজে জলে
আশাতীত অবুজ হয়ে চেয়ে থাকে উচু বলে ৷
ফেঁপে ফেঁপে কেঁদে পাইনি দিন ও নিশিথে
পাড়ায় পাড়ায় কত দুঃখ বুনে অন্নহারা  রথে
কিছুদিন বিভাগী নজর দিলে পাইনি তেমন কদর ,
আজ ও পাড়ায় লোক আছে দুস্তরা দুলে অহর রহর ৷
অজস্র হামগুড়ী ঘটনা লাগে বড় বিষ্ময় !
অগনিত খাবার থাকতে ও তারা থাকে ক্ষুধ৷ময় ৷
সবুজ পল্লব অযত্নে অবহেলায় লালচে শুকায়
অঝীর্ন কুটিরে অভিমুখে দুঃখের সাইক্লোন চড়ায় ৷
নিদয়া শঙ্কিত পাড়ায় অসংখ্যক কান্নার আওয়াজ
হয়ত বা  হয়ে থাকে উদর শোকে প্রতিদিনের রেওয়াজ ৷