আমোদ  প্রমোদ জীবন আমার ,
উড়া দুড়া ছলে  জ্বলে ভেতর !
মাথায় আমার চিন্তা আসে
কখন কোথায় ঘটবে শেষে ৷
চিনা জানা মাটির ঘরে ,,
বুকের মাঝে ব্যথা বাড়ে ৷
টানে পানে চাপে যত
হুরুক ছাড়া ঘটে তত ৷
ছলক ছলক ভেতর বাহির ,
চাতক চোখে কিসের নজর ?
নজর যারে দিলাম যারে ,
বুকের মাঝে দিলটা কারে !
বুকের মাঝে দুপ দাপানি
ঝড়ছে কত অঝর বানী ৷
পেলে তাকে বলব আমি
সবার চেয়ে সে অনেক দামী ৷
মন মন্দিরে পুষন করি
তাকে পাওয়ার লালন করি ৷
কুলু কুলু আমার ডাক
ইশারাতে কান রাখ
টিক টিক ঘন্টা বাজলে
ঠিক সময়ে আসবে চেলে ৷
ঠিক ঠাক পুকুর ঘাট
ফিরে আসিস সন্ধ্যারাত ৷