জাগলো মনে জাগলো হঠাৎ উথাল পাতাল ,
দিব্যি শিখা আসলো রটে হাওয়ায় মাতাল ৷
জাগুক ধরা মাতুক ফাগুন তীপ্ত হয়ে
বাজুক মনে এর্লাম ঘড়ি ঠিক সময়ে ৷
বিকাল বেলা পুকুর ঘাঁটে আসুক কেউ ,
কাচের চুরি আলতা পরে কোমর ঢেউ ৷
নাচুক মন বাঁচুক সুখ তালাশ ঘাঁটায়
থাকুক আশা রাখুক মায়া নিরবলয় ৷
পাতার উপর লিখবো নাম মোহ  গড়া
জানলে জানুক আকাশ মেঘের বৃষ্টি পড়া ৷
দেখুক পাখি কণ্ঠ গানে বাজবে তরিৎ
ঘনঘনিয়ে আসুক মিছে উড়াল ফুরৎ ৷
দৃষ্টি যৌবন দহন হৃদয় নজর কাড়ে
সফদ নামে ভাসায় মায়া দিন বহরে ৷
লাজুক চাওয়া অবুজ থলে টলন ধরে
রাখবো না আর লজ্জা শরম জ্বালা ঘরে ৷
জাগবে সাড়া রাখবো আদর উলয় প্রণয়
ওষ্ঠ মুখে মিষ্টি ভরা ঝলক রোদ উজানতলায় ৷