বায়না কাকা আয়না ধরো
নবীন কাচার ভোজন গড়ো !
অনড় ক্ষুধে পানড় মরে
শোধন কালে মিসর বাড়ে ৷
চরম ভোগে হরণ কাড়ে ,
ক্ষতি পূরণ হবে নারে !
চল না কাকা ধরো গিয়ে ,
বিজলী বাতির আলোক দিয়ে ৷
কঠিন কালে নরম বেশে
ঠান্ডা মাথায় সমাধান শেষে ৷
স্বাধের মুখে বাদর বাঁকে
খারাপ কাজে সয়তান ঝাঁকে ৷
চল না কাকা সয়তান হটাই  
ভালো দিয়ে সৌন্দর্য বাড়াই ৷
গুনের কদর বুজে সবাই
সময় থাকতে কিনি সদাই !
মরণকালে ক্ষরণ যত
নিয়মনীতি হয় না ক্ষত ৷
আসুুন চাচা বড়ন করে
রাতবিড়তে স্বরণ করে
আগের কালে বাঘের ভয়ে
ভালো কাজে কিছু লোক থাকতো শুয়ে ৷
চলে যাক অলস তিমির
লালন করি সত্যের দমির ৷
প্রজন্মের হাতটা ধরি
তারে দিয়ে ভবিষ্যৎ গড়ি ৷
বিল জল আকাশ পথ মিশে আছে ভূমিফল ,
মনে থাকবে হে পথের দিশারীর কীর্তিফল ৷