ফুলকলি এসো দোল খেলি ,
নিঝুম রাতে গল্প বলি ৷
আনন্দ মোহনে বাগান খুলি
সেই বাগানে সাথী আনি ৷
তৃপ্তি করে প্রেম করি ৷
আকাশ ছোয়ার পথ  চিনি ৷
রিক্ত পাথর ঝাপতে বাধিঁ ৷
সিক্ত আলো প্রাক্তন গড়ি ৷
মাতাল  প্রতীক , পাতাল ছাড়ি ৷
জল ছারা , বৃষ্টি ছারা ,
তিমির বর্ন ছারা ৷
চাঁদ দেখে , মুগ্ধ মহল ৷
অম্বরে চাঁদ , মৃত্রিকায় বাসর ৷
বর্ন্যাঢ্য আয়োজন ভাসান ঘরে ৷
জানাবো অগাচরে যেন বিন্দা বনে ৷
মউ মউ  ঘ্রাণ  রঙ্গিন সাঝে ৷
নির্জন রাতে কলাভূত হাসে ৷
বেকায়দা মন কাড়ে ৷
ঝিঁঝিঁ পোকা ডাকাডাকি ৷
এতো বেশী কাছাকাছি ৷
থাকেনা ঘরে দেহপ্রাণ ৷
চাঁদ তুমি  যত হাসো ৷