মাগো তোমার কোলে যখন এলাম ৷
সোনা মুখে গা ছড়ালাম ৷
হাসিমুখে নিলে কোলে  ,
মাতৃস্নেহ দিলে ভরে ৷
চিন্তায় চিন্তায় তোমার বক্ষে ,
নিদ্রা কমে গেল তোমার চোখে ৷
অসুখে মা করে যে ভয় !
আঁচ লাগে না  যে খোকার গা ৷
হাসিতাম যখন মধুর রসে
মা ডাকিত আদর করে ৷
যতনে মা ললাটে চুমু ৷
মুখ ভরে তার হাসি ৷
প্রস্রাবে -মলত্যাগে   ভরে যেত বিছানা ৷
মুছে দিতে তুমি  মা ,বার বার ৷
বুকেতে জড়িয়ে মা করিত সোহাগ ৷
নয়নে ভাসাতো গর্ভধরণীর প্রমদ ৷
কষ্টকে তুমি সুখ বানালে ৷
খোকা থাকে যেন সুখের দোলে ৷


কত বছর কেটে গেল  ,
ফুরালো না মাগো তোমার ভালবাসা ৷
সন্তানের আশায় পথ চেয়ে জননী ৷
খোকা বুঝি আসবে ঘরে ৷
হাজারো আশা ভাসিতো বুকে ৷
সন্তানের দিক  চেয়ে ৷
ছিল না কোন  অভিমান ৷
সন্তানের সুখ খোঁজে !
ভালবাসে মা নিঃস্বার্থ ভাবে ৷
কোনদিক নাহি চেয়ে ৷
মায়ের মত এত দরদ ৷
দিতে পারবে কে এমন করে !
সর্বজননী সৃষ্টির সেরা  ৷
সবার চেয়ে সেরা তুমি মা ৷