আমার সুপ্রিয় মায়াবীনি
হয়োনা কখনো অভিমানী ৷
বরফ গলা পানি দেখোনি ?
উত্তাপ তাপে গলেছে পানি ,
পানির সংমিশ্রনে যোগসূত্র গেথেছে ,
কোথায় বরফ ! সব পানি হয়ে বেধেছে !
এখন সে ও পরিবর্তন হবেনা  
কখন ও আলাদা হবেনা
যে একদিন পাথরের মত শক্ত হয়ে জমেছে
আজ সে পানির সাথে মিশে গিয়ে একাকার হয়েছে ৷
এখন সে বলে আমাদের জলসায় অটল থাকুক
এই যে জলসায় এর মত আমার ইচ্ছাটা ও পূরণ হোক ৷
আমার ভেতরে বরফের মত অনেক কথা জমে আছে ,
যদি কখনো জোৎস্না থাকে অন্ধকার শেষে ৷
সেদিন বলে দিবো আমার সব গোছানো কথা আর ও আবেগময় হয়ে  ,
তুমি হয়তো একটু  বেশি অবাক হবে আর শুনবে  প্রিয় শ্রোতা হয়ে ৷
আমি ও জলমিশ্রনের মত  ছড়িয়ে দিবো তোমার মনে !
ছড়াতে ছড়াতে ভাব জমে যেন তোমার মনের  সনে ,
একটু হয়তো নিরব থাকতে পারি শুধু তোমাকে দেখার  জন্য বিরতি থাকবে ক্ষণে ক্ষণে ৷
কোথাও যেন আমার কথা বাসা না বাধুক শুধু বাসা বাধুক তোমার মনে ৷
তোমাকে পাবার কত ইচ্ছা আমার বুকে
তাই কখনো হয়ো না অভিমানী কোন দুখে !
তোমার যদি কোন কষ্ট থাকে আমাকে দিয়ো আমি রাখব
আমার কষ্ট হলো ও তোমায় যতন করে আগলিয়ে রাখব ৷
তবু ও এই  ওয়াদাটুকু দিতে পারি নিচ্ছয়তার  সাথে হে মায়াবিনী ,
যদি কখনো ও দুখ তারা আসে আমার ভরসা বুজে  হবেনা অভিমানী !