নীলু আমি প্রেমের সুঘ্রান পেয়েছি
পেয়ে গেছি ভালবাসার শুভাশি !
চেয়ে দেখো নীলু
সঙ্গমের তেজ বেড়ে ওঠে
কল্পিত ঐকাতানে গরিমমন্ডিতে ৷
ঝরাপাতার ঝড়ে -
ফিরে আসে নতুন পাতার আবাস
মুগ্ধতায় কচি ডগার নাচনের ক্যাপসাস৷
সেখানে ফুটে নতুন ফুল তার পর
বীজ দিয়ে ভরে উঠে পৃথিবীর ঘর ৷
পদ্ম ফুটে ওটে চমৎকার আয়োজনে
উজ্জল মুহূর্ত হানা আনে স্নিগ্ধতার প্রয়োজনে
মুছে গেছে সব ক্লান্তি নির্জন রাতে
মনে হচ্ছে চলে এসেছো ছোঁয়া পেতে !
দেখে যেন মনে হয় তারে রাত জাগা
মুখখানা আলোয় সোনায় সোহাগা
কি সুন্দর সে কলম ধরলে ভেসে ওঠে সে
শরীরের সব চাওয়া ভরে উঠে সুবাসে ৷
কি নেশা চাহনি তাকালে দেখি মায়া
অগ্রগতির ভাষা শব্দের মিশিলে নয়া
যেন ডেকে আনে সুখের বাতাসেতে
নিস্তব্দ অনুভূতির কোলাহল গন্ধ শুকাতে ৷