সাগরের ঢেউ অসীম বুকে ,
ইচ্ছে করে আমায় ঢাকে ৷
সৃর্য রশ্মি তির্যক বাকে ,
ঝিলমিল দৃশ্য দূর পাল্লায় আঁকে !
ঢেউ ছড়িয়ে ঢেউয়ের সারি ,
লাফালাফি করে মনটা ভরি !
লবনের পানি বালির কনা
সাগরের বুকে পাখি মেলেছে ডানা !
চিকচাক দ্রুতি ছুটাছুটি  মাছের ঝাক  
অবাক লেগেছে পাথরের ফাক ৷
খুশির দলবল একসাথে আনন্দে ছবি তুলে
পিন্জারাতে রং ছড়িয়ে রক্তনলি চলে উর্দ্ব বলে !
তটরেখায় দাঁড়িয়ে ওপারে দেখিনা স্থল
সাগরের  আর্কষন অন্তর্বাহী বায়ূমন্ডল !