মস্তিষ্কের বয়স নিয়ে তুমুল কান্ড
অথচ আমি নিঃসঙ্গ যুবক থাকি দ্বিধাদন্ড ৷
জলপ্রাপতের মত ফুরিয়ে যায় বয়সের দাগ
অথচ যৌবনকে ঘিরে থাকে স্বপ্নের জাগ ৷
অন্ধকার পেরিয়ে  ফিরে আসে দিন
দিনের আলোতে একদিন চামড়ায় ক্ষীন ৷
বয়সে বেড়ে হয় দূর্বল , উদরে জমে হতাশা
কঠিন জীবন আচ্ছন্নতায় ব্যথা কোনঠাশা ৷
কেন এলো জীবন হারায় প্রিয় কুয়াশা ৷
অল্প বয়সে  ছিন্ন করে হারায় ধোঁয়াশা ৷
কোথায় থাকে আর সময় ! ছেড়ে যেতে হয়
মোহ সব রেখে , আশাগুলো ফেলে কোন অজনায় ৷
কাঁদে স্বজন অপূন্যতায় ঠিক শূন্যতায়
তবে হায় কে থাকে এই দুনিয়ায় ৷