তুমি অভিমানী হলে
আমি নিদ্রাহীন কাটাবো মায়াজালে ৷
প্রয়োজন অপ্রয়োজনে মন ভাঙ্গবে !
পাগলা ঘোড়ার মতন আমি ছুটবো ৷
ঠুনকো যা থাকে ঝুলন্ত বেদনায় ,
অভিমুখে যা থাকে লাগে বিষাদময় !
তুমি অভিমানী হলে  
আমার দুনিয়ায় আগুন জ্বলে !
তুফান বেগে লন্ড ভন্ড হয়
বড়  ভয় হয় যদি ক্ষতি হয় !
নিয়নের  যারে পুড়ে সে কি আর রয় ?
ধুয়ায় ফাড়াক বাঁধে ধুমাসা তাতে ক্ষয় !
অভিমানী মুখ বড় ভয় হয় ,
যদি না মিলন  সয় !
তুমি অভিমানী হলে ,
মরিচীকা জড়ো হবে দলে দলে !
অভিমানের বড় দায়
এতো বড় দায় নিতে লাগে ভয় !
লজ্জার মুখ কেন এতো থুবরে যায় ?
ঘায়েলে যারে আঘাত করে
সে কি মিথ্যে মায়ায় ভরে ?
অভিমানী ভালো হয় যদি
ভুল না বুঁজো বেশি কটাদি ৷