পদ্মা সেতু আনিল  ,বহিয়া  প্রান ৷
  দিকের সারি হবে খোলা !
নাচে রে মন তিং তাডাং তিং ৷
  ছন্দে  তার , জড়ালো রূপরেখা ৷
গাথিল তাহা ,মানবের আশা ৷
কত স্বপ্ন আঁকিল মনে ৷


চিএ রূপ দেখলে তার !
মন আনন্দ ভেসে ওঠে ৷
সোনালী দিনের আলোতে ,
মন ছুটে যায় তাহাতে ,


চলবে গাড়ী ,চড়বে মানব ৷
চলন্ত গতি বাচঁবে  রে  সময় ৷

দীর্ঘ সেতু  ,প্রস্থে যার,
আয়তনে  বর্হিবিশ্বে তৃতীয় স্থান ৷
রূপরেখা তার ,উন্নয়নের হাতিয়ার ৷
কল্পিত রেখা, পূরাবে আশা !


সেতু আমার দেশের গৌরব ৷
  সরবে না তাতে  দেশের সৌরভ ৷