চাইনি কুহেলি হতে ,
চাইনি আবছা আলো হতে,
চেয়েছিলাম হতে ,প্রদীপ শিখা :
অদৃষ্টের কি নির্মম পরিহাস !
হয়ে গেলাম আজ কেবলি এক দমকা
                  হাওয়া |
চেয়েছি পুড়ে যাবো দিয়ে তাকে জৌতি
ভাবিনি  হবো ঠিকই কারো চিত্তের
                   ব্যাহতি |
চেয়েছি তরু হতে,দিতে গিয়ে ছায়া হলাম আগাছা কেবল,বিঁধেছে মনে          
                     কাঁটা !
নির্ণীত হলো শেষে ,মুসাফির    বেশে
              দুটি মেরুতে ,
বিপরীতে থেকে  আছো সদা    আর্জিতে!
ভেবেছি থাকিবে সদা এ হৃদয়চিত্তে
রয়েছে সে ঠিকই সেখানে
তবে নেই কোন প্রাণ ,অসাড় দেহ
জাগ্রত নহে ,ঘুমন্তপুরীতে থাকিবে সে       সদা পরম স্নেহে !
হয়তো এটাই নীতি ,এটাই নিয়তি
অচেনা হতে  হয়ে গেছি চির অচেনা ,
তাই আমিও আজ আশাহত মনে ,
মেনে নিয়েছি নিয়তির খেলা |