আমি বদলে গেছি অনেকটা
তুরাগের কালো পানি বর্ষায়
স্বচ্ছতা পেয়েছি নির্ভুল সংস্কারে
তুমি আমাকে বদলে দিয়েছো ৷
যেখানে ছায়া নিভির ছায়া পেয়ে
ভালবাসার বেড়াজালে বন্দি হয়ে
তুমি আমাকে শোভাসিত করেছো ৷
সেখানে আমি আনন্দ উপভোগ করি
যার প্রতিফলন আমার শিরোনামে তুমি


আমি এলোমেলো ছিলাম
যখন আমার প্রেম ছিলোনা
বিশ্বাসের  মর্যাদা নিঃশ্বাসে দিয়েছো
যার শব্দ মোহ দিয়ে বর্ননা করি ৷
প্রেম এসে আমাকে গুছিয়ে দিয়েছে ৷
আমি যখন প্রেমিকার সাথে দেখা করতে যাই
তখন আমার এলোমেলো চুল ঠিক করি ,
পরিষ্কার জামা পড়ে সুগন্ধি মাখি ৷
দেখা হলে হাঁসি দিয়ে কথা বলি
তাছাড়া তুমি তো জানতে চাও
গোশল করেছি কিনা ,খাবার খেয়েছি কিনা ৷
কি করছি এখন ? সব খোঁজ তুমি নাও
কত শৃঙ্খল পরিপাটি আমি ৷
সবটা ঘিরে ছায়াছবি তোমার
দেখার আকুলতা নিয়ে ভালো থাকি ৷
আমার এই পরিপাটির দ্বায় তুমি
যেখানে মানুষ প্রতিদন্ডি দিয়ে নিয়ে জীবন গড়ে
আর সেখানে আমি প্রেম ভালবাসার সম্পর্কে গড়ি ৷