প্রতিবাদী মানুষ তোমরা করো প্রতিবাদ ৷
তোমাদের ছাড়া কে ? রাখবে এর অবদান ৷
তোমরাই সেরা , তোমরাই  আগুয়ান ৷
তোমরা নবীন , তোমরাই সূচনা ৷
তোমরা ফুল , তোমরাই ফল ৷
তোমরাই শাখা , তোমরাই মূল ৷
ভবিষ্যৎ চিএ , তোমাদের শোভা ৷
মনের কাবা হয়না কালা !
বিষের আঘাত ভেঙ্গে চুরমার ৷
গোলকের এর মাঝে ,হবে গো গোলাপ ৷
নাই কোন ভয়, নাই কোন লাজ ৷
ধরনীর কাছে প্রঙগাময়,অতীতের মানব সন্তান ৷
যুগে যুগে কালে কালে ,তারার মতো জ্বলে তারা ৷
প্রতিবাদী মানুষ তোমরা করো প্রতিবাদ ৷
তোমাদের ছাড়া কে রাখবে এর অবদান ৷
তোমরা মানুষ,তোমরাই জীব ৷
তোমরাই পার সত্য উন্মোচন করতে ৷


তোমাদের কূলে , তোমাদের বলে ৷
  হবে গো লড়াই মিথ্যার বিরোদ্ধে ৷
অকুতোভয় হলে থামাবে কে রে ?
সাহসের সাথে পরাজয় তুচ্ছ ,
প্রতিবাদী মানুষ তোমরা করো প্রতিবাদ ৷
পৃৃর্ব  বাংলা যখন করেনি প্রতিবাদ ৷
দুঃখ এসেছে তাদের কাছে ৷
মিথ্যার সাথে সত্যের লড়াই ৷
সত্যের কাছে  মিথ্যার হার ৷
স্বাধীনতার উৎকৃন্ঠে ,ভাসানে ৷৷  
প্রতিবাদের লাগাম মিছিলে ,ধরলো তারা জীবন বাজী ৷
দেশকে করলো কলুষমুক্ত ৷
সুখ এসেছে তাদের কাছে ৷
বিজয় মিছিল করছে ফলে
জয় পেলো শেখ মুজিব, জয় হলো বাঙ্গালীর ৷