আমার আকাশটা ইন্দ্র বিন্দ্র
তোমার আকাশটা চন্দ্র !
ইন্দ্র বিন্দ্র সকল তারা
চন্দ্র খুঁজে দিশেহারা ৷
একই সাথে গাঁথারে বন্ধু
একই সাথে বাঁধন একই বিন্দু ,,
ইন্দ্র বিন্দ্র সকল তারা
কোমল মনে দেয় সাড়া ৷৷
মুগ্ধ আমার পথরাহী
মুগ্ধ তোমার আহী ৷
চক্ষু পানে চেয়ে থাকি
মনটা মায়ায় রাখি !
মুখটা তোমার লজ্জাবতী
আমাবশ্যার মতন স্বতী !
কয়েকদিন হলে আসো বন্ধু
হলক বাড়াও বন্ধু ৷
ইন্দ্র বিন্দ্র মনটা সূত্রে
ঘুম কেড়ে নেও রাত্রে ৷৷
ইলাবিবির দ্বায় ভরে নেও
ঘুম ছেড়ে তুমি দেও ৷
চাঁদের মতন থাকনা জেগে
চন্দ্রগ্রহের মতন যাসনি বেগে ৷
অল্পে আমার ব্যথায় ভরে
তুরে ছাড়া থাকি কেমনে ঘরে ?
ইন্দ্র তারা খুঁজুক এবার
চন্দ্র তারার স্বর  ,
  খুঁজে যদি পাইরে এবার
মিলবে  মোদের ঘর  ৷