এক সুখের আশায় গড়ে
অন্য সুখে হতাশ বাড়ে ৷
বাঁচার মতন বাঁচতে চেয়ে
লোহষ দর্পণ নিপল গাঁয়ে ৷
আমার মাঝে একটি আঘাত ,
চলার পথে করে ব্যাঘাত ৷
ভিন্ন পথে আসলে মেপে
পিছন থেকে ধরে চেপে ৷
বিকট খালি লোপট দাম
উস্কানি ঝড় বিতলে কাম ৷
কোথায় লাগে কোথায় ঝাঁজে
আমার মাঝে আমি সাঁজে ৷
ভেতর থেকে কেউ বুজেনি
আমার মন কেন অভিমানী ৷
হঠাৎ করে দুঃখ বাড়ে
ঘণ্টা খানিক সময় কাড়ে ৷
রোদ হেসে যায় মেঘ ভেসে যায়
অনেক ব্যথার হিরিক পড়ে যায় ৷
কি আর করি শব্দের শরীল
জীবন পাতায় শব্দের মিছিল ৷