শ্রাবন বৃষ্টি ধারায় ,মন মেতেছে হাওয়ায় ৷
ঝর ঝরে বৃষ্টি ,টুপ টুপে বৃষ্টি ৷
খোলা ময়দানে , সর্বাত্রে ভিজা ৷
কোথায় যাবো ,মন যে থাকে ঘরে ! পরে ৷
তারই সঙ্গে মন আনন্দে ৷
ছন্দে ছন্দে কত কথা ! যে ভাসে ৷
পথে ঘাটে কত পানি কত পানি ৷
মন তারই  ভাবে  ! কত পানি ৷
আকাশের কান্না, বৃষ্টি ধারা ৷
শ্রাবন ঝরে ,শ্রবন ঝরে ,
মন আনন্দে ! মন আনন্দে !
ফুল যে হাসে , ফুল যে ঝড়ে ৷
তারই  সঙ্গে তরু সাজে ৷
একি কান্না অঝর ধারা ,
   অসহায় গরীব ! মনে  ফাটল  ৷
চিন্তায় চিন্তায়  কত  ছন্ন  
বুক ভেসে যায় গায়ে ৷
বৃষ্টি ভেজা মনে , কত কান্না ! কত কান্না ৷