মধ্যরাতে আমি একাই হৃদয় দিয়ে কথা বলি।
কি এমন পাওয়ার আকুতি নিয়ে ৷
অথচ আমি
নিঃশব্দ যুবক আমার চোখ জলপ্রপাতের মতো ভেসে যায়।
শূন্যতার এক বুক ভালোবাসা নিয়ে শুধুই কেঁদেই যাই ৷
যে রাত ছিলো উজ্জল তারা নক্ষত্রের সাথে
সে রাত আজ অন্ধকার কালো ছায়া অবিরাম
তাই আমি হৃদয়কে জিজ্ঞাসা করি যদি কোনও সমাধান চাও।
শান্ত থাকতে হবে আর কখনও বিরক্ত হবে না।
আমি নিশাচর ক্লাবে আহ্লাদে চলে গেলাম
এই ক্লাবে পার্টির জীবন হয়ে আনন্দময়
তাই  কখনও এই ক্লাবের মৃত্যু হয়নি।
তাই আমি ভাবলাম বিষন্ন জীবন শেষ
এখন অনুভূতি
চকচকে হৃদয়।
সুতরাং দয়া করে আমার কাছে আর আসবেনা ।
কারণ
আমার মন তোমার কথায় রক্ত ​​ঝরছে ৷