নির্দেশক পালের কর্তা ,
খ্যাতিতে অবাধ মুখের বার্তা ৷
শোভাতে সম দিনমনির বার্তা ৷
বাহারি মন্ঞ্চ কোলাহল পন্ঞ্চ ৷
ধাবিত মুখর অাসক্তি মন্ঞ্চ ৷
অভিনন্দন  জানায় ঘাটির ওরা ৷
ব্যানার , মিছিলে ,মিডিয়ার দৃষ্টিআগচর ৷
বিপুলে ভাসিলো শাস্তা মন্ঞ্চ ৷
ভক্ত শ্রোতা মনোযোগ ভার্সনে ৷
জনসভায় আসনে বাড়াল সমাসীন ৷
শান্তিতে মানব , শাসকের পাশে ৷
শঙ্কিত ,ত্রস্ত  উপদ্রুত পড়লে !
পথের চরণে শাস্তা ,করে না যে ভয় ৷
কারণ ,নির্ভীক চরণে নিত্য ,
ঐক্য - যুগলে রাখে না যে ক্লান্তির ভয়  ৷
যতই থাকুক ঐ ভিন্নপথে ,
যতই থাকুক  ঐ শঙ্কিত বাধা ৷
করবে বানচাল ! সেই নৈতিক শিক্ষা দ্বারা ৷
সঠিক পদক্ষেপে শাসকের পরিচয় ৷
শূল্ক চিন্তায়  ,শাস্তার কৃর্তি !
বন্ধনে জোয়ারে আনবে সূচনা ৷
মহৎ লক্ষ্যে  করবে শাসন ৷
আনবে সংস্কার , করবে উন্নয়ন ৷
শিক্ষার প্রসার , জাগাবে উত্থান ৷
মাতৃভাষা  গহ্বরে , শ্রদ্ধার মুখ ফুলে ৷
দেশের প্রতি  ভালবাসা , বিণয়ের ভাষা তুলে
শাসকের নীতিধারা ,
বহন করবে দেশ ধারা ৷
শাসক যদি হয় শোষিত ,
তাহলে হবে রদবদল ৷