আমি কেঁদেছিলাম ছোটবেলায় ৷
সময়টা ছিল আমার আনন্দ বেলা  ৷
বাবার কাছে " মায়ের কাছে কত আবদার করেছিলাম ৷
হয়ত সে আবদার টিকানোর  জন্য  আমি কেঁদেছিলাম ৷
আমি কেঁদেছিলাম  যখন বিরহ বারবার
আমার কাছে চলে এসেছিল ৷
আমি কেঁদেছিলাম যখন আমার প্রিয়জনরা
আমায় ছেড়ে চিরতরে চলে গেছে ৷
আমি এখন ও কাঁদি ,
আমার এখনও দুঃখভরা লোনা জল সরে ,
শিক্ষিত বেকারদের হতাশা দেখে
আমি এখন ও কাঁদি  
রাস্তা পাশে পরে থাকা পথ শিশুদের দৃশ্য দেখে ''
আমি এখন ও কাঁদি
ঐ দুখনী মায়ের  জন্য
সন্তান লালন পালন করে ও তারা আজ  বিদ্রাশ্রমে ৷
আমি কাঁদি এখন ও
আমি এখন ও কাঁদি
অন্যায়ের সীমা বারবার লঙ্ঘন হয় বলে ৷
আমি  এখনও কাঁদি
অত্যাচারি বারবার অত্যাচার করে বলে ৷
আমি এখন ও কাঁদি
ঐ ধর্ষিতা নারীর  পরিণতি দেখে
আমি কাঁদি ধর্ষিত নারীর
প্রিয়জনদের ব্যথায় ব্যথিত হয়ে ৷
আমি আর কত কেঁদে যাবো
আমি আর কত দেখে যাবো
দুঃখজলে ভরা ঐ ভরাডুবি সাগরের মত ৷