উত্তর জানা নেই
নিমেষে দেহ পুড়ে ছাই !
নিস্তব্দ হতাশায় প্রশ্নে আমি
মুখামুখি  ছটফট কর্তন চুমি !
কান্নায় নিবিড় শেষ রাত্রীতে
ঘুমাতে পারিনি বিষণ্নতে ৷
ঢালীকান্দি চাচী ও কাকারা
ডেকে কইলো কেন দুঃখ দেও নাড়া ৷
কেউ না থাকলে আমরা তো আছি
কয় দিন মানুষ থাকে এ পরে  দুনিয়ায় বাঁচি !
ও - মা আবার কি হয়ছে গো
আমরা তো আছি এবার দুঃখ মিটাও গো ৷
একটু চোখ খুলতেই দেখি উঠান ভরা মানুষের ভীর ,
দাপাদাপি মন কান্নায় ভেঙ্গে সুবের স্থির ৷
নীরহ কাতরে জেগে উঠি হতাশায়
মা — মা  বলে কেঁদেছি একা  দুদর্শায়  ৷
কে আছো আমার মাকে জাগিয়ে তুলে দে ,
ঢুকে গিলে কেঁদেছে সবাই করুণ সুর বেঁধে ৷