শামুক তুমি কোন জলাশয় হাঁটো ?
কার জন্য শুঙ্গ তুলে এতো খাঁটো !
মৃত্তিকার বর্ণে কোন সীমানায় !
সৃতিচিহ্ন সাদা ডিমের খোসায় ৷
কার জন্য রাখো  ঐ প্রজন্ম ?
জড়িয়ে মজুদ ভাসিয়ে দেও ভস্ম ,
কার জন্য বৃষ্টিপাতে ঘুরো ?
কার জন্য এই আবাধে ফিরো !
জানি তোমার সৃতিচিহ্ন প্রিয় ,
তোমার আসা আমার জন্য শ্রেয় ৷
শামুক তোমার দেহ নরম মাংসে স্বাদে
আমার হাঁসের খাবার মিটায় খিদে ৷
তোমার শরীর শক্ত বাকল খোলসে ,
আমার প্রিয়ার মালা গাঁথি অনায়সে ৷
হঠাৎ দেখি তোমার চলা উধাও
আমায় দেখে কর্ষিকা গুজে পালাও ৷
এখন তুমি কোন গহীনে  পিচ্ছিল পাঁ চালাও ?
যেথায় খুঁজি পাইনা তুমি খাটাও ৷
আমার প্রিয়ার শ্রাবন দিনের মালা ,
কেমনে দিবো আমার বুঁকের জ্বালা ৷
আমার এখন নিখুঁত বড় ত্রুটি
মিলবে কেমনে দুইজনের জুটি ?
শামুক তোমায় রোজ ই  করি সন্ধান ,
মিলে যদি এই সময়ে  আমাদের অবস্থান ৷