অভিশপ্ত  অগ্নিতে জ্বলেছে কামার রহিমের  ঘরটা !
চারিদিকে হৈ চৈ  আগুনে দাউ দাউ  আঘাতে  বিপন্ন মনটা ৷
কাজের চেয়ে বেশি  চিল্লাচিল্লি  আগুনে  বেগ সীমা বারুদে শ্মশান ,
তপু যে জানালো ফায়ার সার্ভিস কে জানাতে হবে  অতিসত্ত রন্জন ৷
জানিতে জানিতে আসিলো ফায়ার সার্ভিস
আসিতে আসিতে এতক্ষনে জ্বলে পুড়ে হলো শেষ ৷
জ্বলিলো শিশুটা ! পুড়লো ঘরটা !
মরিলো তার বউটা ৷
সাথে নেই বিছানা
উপ্তত ঘটনা ৷


অসাহায় কামারটা কি করবে এখন আর বুজে না  যতন  -
শূন্য ভান্ডারে ঘুরেছে রাস্তায়  রাস্তায়
ভিক্ষুকের ভেসে টে  , ভিক্ষার  থলিতে  
ভিক্ষা যে পড়েনা তেমন  ৷
ভিক্ষুকের থালাতে ঘুরছে যে কত অলিগলি পথ
জুটিলে জুটেতে পারে অনাহারীর ভিক্ষুকের মুখের ভাত
যেখানে সেখানে  ছড়াচ্ছে বিশ্রি দূগন্ধ কীট
বেড়েছে বাড়বে !
কারন-
ভিক্ষুক উদ্ধারে  সবাই  যে নিতে পারেনা   শপথ ৷