তোমার নামে সন্ধ্যা নামে
কি যে মিষ্টি জমে
আলোক সজ্জা ভালোবাসা
জমে নতুন খামে ৷
তিলে তালে নরম গালে
অবুঝ মনটা বলে
তুমি ছাড়া দিন চলেনা
  সঙ্গ দিতে মন  চলে ৷


    আজ বাহুতে প্রণয় ধারা
আলোক সজ্জায় সাড়া
কোন গোপনে খেলা খেলো
সৃষ্টি প্রেমের ধারা ৷
বুকের ভিতর সুখের বাড়ি
চলে প্রেমের  গাড়ি
চল দুজন হারিয়ে যাই
কোন ও এক বাগান বাড়ি  ৷


বলি আজি দিশেহারা
আমি পথিক আত্মহারা  
সম্মুখ গতি নীলো ধারা
তোমার হাতটা একটু বাড়া৷
আজ খুশিতে পথটা ঘুরি
অল্পতে ফটকছরি
ঝুন ঝুন করে বাজবে নুপুর
বুজবো না কখন হয়ছে দুপুর ৷


যাক এভাবে বিকাল হয়ে
সন্ধ্যায় বাড়ি ফিরি
প্রতিদিনের সুভাস বাতাস
  রোমান্স গায়ে ঘিরি ৷