তোমাকে দেখেছিলাম  টঙ্গীর কলেজ গেইটের মোড়ে ৷
আস্তানা সনাক্ত করেছিলাম হৃদয়ের অংকনের জোড়ে ৷
কলমের খোচায় লিখেছিলাম কয়েকটি চিঠি ৷
তোমাকে দিবো বলে  এনেছিলাম রসে ভরা  চিঠি ৷
বহুক্ষন হাটার পর করলাম  তালবাহনা ৷
দিবো কি দিবো  তোমারে করেছে মনবাহনা ৷
লাজিকৃত চিরকুট পড়ে থাকল পকেটে ৷
তাড়িয়ে বেড়ানো কম্পন আটকে পরলো ছকেটে ৷
পেছেন দিকে তাকাতে বাই বলে উঠে গেলা যানবাহনে ৷
সারা শব্দ হৃদয়ে পিছু ছুটলাম তোমার  মনদহনে ৷
পেলাম না তোমার দেখা ঐ দিনটির মতন আর ৷
অব্যক্ত  চিঠি গুলো '      ব্যক্ত   হলো না আর ৷