মাটি বানায় ঘাটি ,
মাটিতে গড়ে বাঢী ৷
মাটিতে আসন
মাটিতে বাসন  
মাটিতে মিলে খাওয়ন ৷


ঝঙ্কার আসে
মধুর রসে
বর্ন ছড়ায় ঘুচে ৷
মাটিতে আঁশ ,
মাটিতে ঘাস ,
মাটিতে পরম বাস ৷


ফসল বাড়ে ,
অন্ন আসে ৷
মৃত্রিকার বুকে ,
ইচ্ছে ঢুকে ৷


ফুল ফুটে , ফল আসে ,
জ্যান্ত গাছে ভরে  ৷


মাটির জন্য খুটি ৷
জীব এর জন্য ঝুটি ৷
আকাশে বাতাশে সবই চমকায় !
বৃৃষ্টি , শশী , রবি মাটিতে রাঙ্গায় ৷
সহনে , দহনে সবই সন্ঞ্চয় ৷
মাটির এই পরিচয়ে ,
পচনে , দহনে করে মরু জয় ৷
খেচরে , বচনে লয়গো তৃপ্তি ৷
মাটির সহনে লয়গো দীপ্তি ৷
মসজিদ ,মন্দির , গীর্জা  মাটির কৃষ্টি ৷
মাটিতে বসে আরাধনার সস্তি  ৷
সবই যেন বিধাতার সৃষ্টি ৷
মাটিতে প্রাণী , মাটিতে জীব ৷
মাটিতে বাঁচে জীবন ৷
মাটিতে শক্তি
মাটিতে মুক্তি
মাটিকে জানাই করুন  ভক্তি ৷