মাঝে মাঝে মনে হয় আমি দুঃখ
তীব্র দহনে লুকায়  আমার সুখ ৷
মাঝে মাঝে মনে হয় আমি  প্রচন্ড  রাগি
কারণ - অকারণে অন্যকে করি দোষের দাগি ৷
মাঝে মাঝে মনে হয় আমি হিংসুক
অন্যের ভালো দেখলে জ্বলে যায় বুক ৷
মাঝে মাঝে মনে হয় আমি বিপদ
চলতে গিয়ে অন্যকে দেই আপদ ৷
মাঝে মাঝে মনে হয় আমি খুব ভন্ড
দিনের দাখিলে অন্যকে করি বিভ্রান্ত ৷
মাঝে মাঝে মনে হয় আমি পাষান !
উদারতা ছেড়ে অন্যকে করি কুশাসন ৷
মাঝে মাঝে মনে হয় আমি মিথ্যা
যখন যা করি তা যেন সবই বৃথা ৷
মাঝে মাঝে মনে হয় আমি অভাব
কখনো মিটবে কি আমার প্রভাব ?
মাঝে মাঝে মনে হয় আমি ঘাতক
প্রাণ খুন করে বাজাই  ধুম্মা চাতক !
মাঝে মাঝে কেন এমন মনে হয় ?
শান্ত দিনটাতে লাগে চরম ভয় ৷
মাঝে মাঝে মনে হয় আমি প্রেমের নাটের গুরু
মেয়ে মানুষ দেখলে করি নানান  তালবাহনা শুরু ৷
মাঝে মাঝে মনে হয় আমি হাতেমতায়ী
সেবার দরদে মানুষের মনকে করি জয়ী ৷
মাঝে মাঝে মনে হয় আমি বিজয়ের তান্ডব
মিছিলে মিছিলে উল্লাসে করে আমায় বান্ধব ৷
আসলে নিত্যনতুন এসব ঘটে যাওয়া আমার একা নয়
হাজারো লোকের উত্তরে এসব আমায় ডেকে  কয়  ৷