তুমি বলেছিলে-
আমাকে নিয়ে সমূদ্র স্নানে যাবে
অথচ দেখো,আজ আমি একাই সমূদ স্নান সারি।
তোমার পথের মাপ জানি না আমি,জানি না তোমার মনের সন্ধান।
কোন বনে থাকো গো তুমি,শোনো তুমি কোন সুরের গান?


আমাকে এক চঞ্চল শহর দেখাবে বলেছিলে-
রাস্তার সাইডের ল্যাম্পপোস্টের আলোয়,হাঁটব দুজন।
কোন এক সকালে নৌপথে চলে যাব চঞ্চল শহর ছেড়ে,সুন্দর কোন গ্রামে।
মায়াঘেরা কোমলমতি গ্রামে যাওয়ার কথা কিন্তু ভুলিনী আমি।


হ্যাঁ,তুমার গ্রামের কথাই বলছিলাম-  
আঁকাবাঁকা মেঠো পথে হাঁটব দুজন,হাতে হাতে লেগে যাবে স্পর্শ।
গভীর অরণ্য,আর দুধ সাদা কাশবন দেখাবে বলেছিলে আমায়,
আর দেখাবে নদীর পাড়ে গোধূলি বিকেলের এক অপরূপ দৃশ্য।


তুমি আমি চলো বিশ্ব ভ্রমণে যাই-
অহ!আমি তো ভুলেই গেছো,তুমি যে ভ্রমণ সেরে ফেলেছো,
আজ ক্লান্ত পথিক হয়ে বিশ্রামের নামে অন্যের গৃহে ঢুকেছো।
যে গৃহে সাজানো আছে শান্তির ঘেরা পালঙ্ক।
আসলে কি শান্তি আছে সে গৃহে?
আবারো কি তাকে নিয়ে স্বপ্নে দেখো,সমূদ্র স্নানে যাবার?
বেদনার সুরের গান শুনতে হয়ত তোমার ভালো লাগে না,
আমার মতো  ঘুমহীন কোন রাতে।
এতো গুলো সময় অন্যের গৃহে কাটালে বিশ্রামের নামে?
ঘুমের ঘরে অংক কষো,হিসেব মিলাও,
সব শেষে শূন্য ছাড়া কি পেলে তাতে?


জানি,আমি সব জানি-
আমার অবসান তোমার হৃদয়ে,তবু আমার সকল পূর্ণতা শুধুই তোমাতে।
অপেক্ষায় আছি,অপেক্ষায় রবো,অবসান হবে হয়ত সব ভুলের।
তোমায় সাথে নিয়ে,একদিন সমূদ্র স্নানে যাওয়ার ইচ্ছে আমার বহুকালের।