আমি চিনি নাই গো তাহারে,
যে এসেছিল মোর হৃদয়ে।
দিয়েছিলো ভালোবাসা,
করেছি তাহারে  অবহেলা
আজ তাহারে হারাইয়া চিনিলাম,
ভালোবাসা কারে বলে।
আমি চিনি নাই গো তাহারে,
সে এসেছিলো বসন্ত কালেতে,
পাতা ফুলের সমারোহ নিয়ে,
কোকিলের সুরে কু কু স্বরে।
দিয়েছিলাম কালো পাখি বলে অপবাদ
কত উপহাস আর হাসি ঠাট্টার ছলে।
নির্বাক হয়ে তাকিয়ে থাকতো চোখে জল নিয়ে।
আমি চিনি নাই গো তাহারে,
এসেছিলো গ্রীষ্মের খা খা রৌদ্রময় দুপুরে,
এসেছিলো বর্ষায়, জীব জগৎতে।
নতুন প্রানের সঞ্চার হয়ে।
শরৎকালে শিউলি ফুলের মালা নিয়ে কাশবনে।
আমি চিনি নাই গো তাহারে,
হঠাৎ একদিন নিলো বিদায়,
শীতের ঘন কুয়াশায়, চাদর মুড়ি দিয়ে।
আমি চিনি নাই গো তাহারে,
খুজি তারে বারে বারে।
পথে ঘাটে গ্রামে গঞ্জে,
সকল স্মৃতির পলকে পলকে
সময়ের প্রতি ক্ষনে ক্ষনে।
যেথায় থাকুক ভালো থাকুক, স্মরনীয় থাকুক মনে।