আমার সারাটি আধাঁর একলা কাটে
               আগমনীর ফুলের অপেক্ষায় ,
ধ্রুব তারাটা জেগে থাকে রাতে
                 শুধু কুটিল প্রেমের মায়ায় ৷
সক্রিয় দেহ মহড়া রাতে  
           সন্ধান করি আমি পথ চেয়ে ,
অক্ষয় প্রতিটি রাত জাগব তাতে
        নিশাপতি  তোমার  শোভন গাঁয়ে !
লেনদেন ঘণ্টা বাঁজে মনের সেন্টার
           কন্ঠস্বর একতরফা সাথীর মায়ায় ,
পাইকারী নয় সে তো বিশাল কারিগর
          শ্মশ্রুমতী নারী কাড়ে ঘুমের কায়া ৷
নবযৌবনে প্রেম উদ্ভব উতাল পাতাল
     মনের ডামাঢোলে বাঁজে কুচকাওয়াজ !
চন্দ্রক্রান্ত বন্ধক রেখেছে বাগান তল
      উদার তলায় মেলে অনন্ত খুশির রাজ ৷
অঙ্গসজ্জা গহীন অন্ত্র পুরী
         নীলাশা চোখে হৃদয়ে দেয় অনুভূতি ,
জাগরস্বপ্ন ইচ্ছায় পড়ি
         সারাটি জীবন এভাবে থাকবে গতি ৷
আমার সারাটি রাত শেষ হয়
                  প্রাণের উপস্থিতির আশায় , উৎফল মনে সে আসবে ঘাটাঁয়                
     এভাবে প্রটিরাতে চোখের পাপড়ি ফুটে যায় ৷
ভালোবাসা সীমাহীন পথ বয়ে যায় ---৷