কোনকালে হলো দেখা
মোড়কে বেঁধে রাখা
নান্দনিক হেঁটে যাওয়া
বিয়ে বাড়িতে পাওয়া
নাম তার মাধবী মজুমদার !
কথা বলে মিঠা রসে
পাতাগুলো যায় ভেসে
পলক ঘোরে শিরোনামে
আরজিতা কামে দামে
সে তো মাধবী আমার মহাসুর ৷
আনচান ইশারাতে এ যেন ডাকে মোরে
হিমপ্রপাতে পাঁ ছুড়ে গোঁপনে উঁকি মারে
পিছু পিছু নাতো ছাড়ি
এলোকেশি মেঘ ছাড়ি
মাধবী তোমার কারনে থাকি অনড় ৷৷
শুনি আমি পথ ধ্বনি
যদি তোমার  নাম শুনি
জীবন লঙ্গিতে জানি
ডিঙ্গাতে পারি আগুন পানি
শুধু তোমার  হৃদয়ে থাকিতে পারি
যেন সারাটি বছর ৷৷