কথা আমার স্বরের ভাষা ৷
কথা আমার মুখের আওয়াজ ৷
সিদ্ধ স্বরের ,সিক্ত আওয়াজ ৷
ব্যাক্ত সুরের , ব্যাক্ত প্রকাশ ৷


কথা আমার  আনন্দ  প্রকাশ ৷
বন্ধু ছারা অন্ধ জীবন ,
তারাই  বাক্যে ছন্দ বদল ৷
রূপের ঝলক কথায়  আঁকি ৷
ভাল-বাসি  কথার ছলক ৷


কথা আমার মায়ে ভাষা ৷
ধরে রেখেছে তা যুগলবন্দী ৷
কথা আমার সুখের আভাস ৷
ভুলিয়ে দেয় দুঃখ -কষ্ট ৷
কথা আমার নেতার বাগ্নি ৷
এক হয় দেশবাসী ৷
কথা আমার প্রথম পাতা ৷
কথা আমার পৃথিবীর আশা ৷
জড়িয়ে রেখেছে তা বিশ্বব্যাপী ৷
কথা আমার গানের কলি ৷
গুন্জন টানে ,শিল্পীর কলি ৷
কথা আমার কবির  কৌশল ৷
কাব্য ছড়ায় রাশি রাশি ৷
কথা আমার সাহিত্য ভান্ডার ৷
গ্রন্থ  ছড়ায় যুগে যুগে  ৷