স্বাধীনতা এনেছে   জীবন দিয়ে ৷
রফিক , বরকত নাম না জানা প্রাণ দিয়ে ৷


প্রকাশ করেছি ভাষা দিয়ে ৷
ধরে রেখেছি আলোড়ন  দিয়ে ৷


ঘুরে দেখি সাতচল্লিশ থেকে  একাত্তারে গিয়ে ৷
মানবতা তখন গিয়েছিল ঘুমিয়ে ৷
কত আহা-হা-কার শুনে ছিলাম সনে ৷
হয়রানি , নির্যাতন , ধর্ষন , খুনে  ৷
পশ্চিম পাকিস্তান ছিল চরম লিপ্ত ৷
তাইতো বাংলার মানুষ হয়েছিল এত্তো  ক্ষীপ্ত ৷
দেখেছিল আক্রোশ খত ,
দামাল ছেলেরা করছে  বরবাদ ৷
বাহাত্তর এর পরে হয়নি ক্ষান্ত ,
আলবদর  , শত্রুরা হয়নি  শান্ত ৷
স্বপ্নে ঢালেছিল রক্তের ক্রোস ৷
ভুলেনি জাতি তাদের গ্রাস ৷


মান রেখেছি মেধা - দিয়ে ৷
ত্যাগের  মহিমা , শ্রমকে দিয়ে ,
ধরে রেখেছি শপথ দিয়ে ৷


এনেছি কল্যাণ দিয়ে ৷
পালন  করেছি মূল্যায়ন দিয়ে ৷
সংগ্রাম করেছি দেশপ্রেমিক দিয়ে ৷
মিছিল করেছিলাম স্লোগান দিয়ে ৷
বিজয় এনেছি যুদ্ধ দিয়ে ৷