শ্রমিক তুমি বিওশালীর বল!
নির্মাণ করো তাদের অট্টালিকার টল ।
শ্রমিক তুমি নেতার অগ্নি ধারা ভাসনে,
তেজোদ্বীপ্ত হাতিয়ার, কন্ঠ ধরার স্বর।
শ্রমিক তুমি শিল্প-কারখানার হাতিয়ার।
মহাপ্রাণ ছুটে চলে তার পানে শতনক !
যারা উৎপাদনে, যোগান বাড়ায় দৈনিক।
শ্রমিক তুমি ধরণীর অপ্রাকৃতিক সৌন্দর্যের কারিগর।
যা সমাজ-দেশকে দিয়ে যাচ্ছে নানা অনুদান পরপর ৷
শ্রমিক তুমি ক্ষুধার রাজ্যে প্রাণ।
নিমিষে দেহ খেয়ে পায় মনপ্রাণ।
শ্রমিক তুমি কর্ম ফলের ফল !
জোয়ারে ভেসে আনে কীর্তির জল ৷
শ্রমিক তুমি সৃষ্টির ঘর।
সৃৃৃষ্টিতে তুমি পাও, মন ভরা উল্লাস!
শ্রমিক তুমি পরিসংখ্যার সারি।
যা বয়ে আনে উন্নয়নের চুরান্ত ভার।
শ্রমিক তুমি রূপরেখার চিত্র।
ঢেলে সাজানো হয় বহির্বিশ্ব।
শ্রমিক আমার আশার প্রদীপ।
ধরণীকে বানিয়েছে কর্মের জ্যান্ত ঘর।
শ্রমিক তুমি বিশ্ব নন্দিত এক প্রাণ।