নতুন  সজীবতা প্রিয় মুখ ৷
উম্মাদ ছড়ায়  স্বজনের সুখ ৷
এলো এবার বংশের  নহর !
সাজাবে তুলি ! সুখের ঘরে ৷
সময়ের প্রগরে , ডাকিবে  উহারে ৷
মাজিতে হবে  ! ধরণীর প্রাঙ্গণে ৷
কৃর্তির বাধন সাজাবে গুনে ৷
সময়ের স্রোতে ভাসিবে পুলে ৷

অযথা সময়, নষ্ট  শুষে ,
দুঃখ বাড়ায় সময়  শেষে ৷
কাল গেল আধার গুনে ৷
সময় দিলাম কিসের গন্যে ৷
অখেয়ালি দিনের জন্য ৷
আজ   বাহুতে  তিলক পরে ,
দিন ফুরান্ত প্রণয় শেষে ৷
ভুলের জন্য , অধর ঝড়ে ৷
বুড়ো বয়সে ফাঁপিয়ে তুলে ৷
সময় হারালো অনাদারে ৷