সমস্ত ক্লান্ত মুছে যায়
তোমার সংশ্পর্ষে এসে
ভুলে যাই দিনের অপরাগতা
ভিষণ্ন অন্ধকার শেষে ৷
তোমাকে পেয়ে দীর্ঘ
রজনী মিষ্টার্ন ভরপুর
তোমাকে পেয়ে বেড়ে ওঠে
চাহিদার খিদে অজাত ঘর ৷
কেপেঁ ওঠে দেহ ওষ্ঠ বরাবর
অর্নব ময়ূর পাঙ্খা
মুখামুখি রেখে সরিয়ে ফেলি
সমস্ত আবরণ পাঁ তুলে ধাক্কা ৷
ঘষতে ঘষতে চাপতে চাপতে
মূহুর্তের দ্বীপাবলি উন্মদনায়
মুচকে বাড়ে আটকাতে
অস্তির হয়ে ভাসাই উত্তোজনায় ৷
এভাবে ঘরের খাটের প্রতিটি
চৌকাঠ নেচেছে আমার ধাক্কায়
তোমার অস্থির অনুভূতি
আমার দেহ খুঁজে তোমার চাহিদায় ৷