যাব বাড়ি ,উঠিলাম বাসে ৷
হন হন হরন কানে বাজে ৷
তাকিয়ে সামনে শত শত গাড়ী ৷
থমকে !থমকে ! চলে ,গাড়ী ৷
অসহ্য  দেহ ,পুড়ে ছাড়খাড় ৷
যাব অফিস , হলো দেরি ৷
পীড়াদায়ক যানযট ৷
যাব হাসপাতা ,পরলাম যানযটে ৷
নাজে হাল রোগির দিকে তাকিয়ে ৷
নাচার বান্দা আমি ,
দিক খুজি চেয়ে ৷
নাই ! নাই  !কোন উপায় নাই !
বেদনায় কাতর , এই  উদয় দম ৷
পড়লাম যানযটে ,হবে কি উপায় ৷
কে আছো ! বাচাও ! বাচাও !
এই আমার মানিক কে ৷
আধা ঘন্টা পার ওভার ৷
ছুটলো না যানযট ৷


চলে গেছে মানিক !
ছুটে গেছে যানযট ৷


ধিক্কার ! এই  নষ্ট যানযটকে ৷
যে টা   গন্তব্য ,পৌছাতে দেরি করায় ৷
যে কেড়ে নেয় সময় ! টেনে নেয় জীবন ৷